• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ মাঠে নামছে বিশ্বকাপের দুই ‘কালো ঘোড়া’


ক্রীড়া ডেস্ক জুন ১৮, ২০১৮, ০৬:৩২ পিএম
আজ মাঠে নামছে বিশ্বকাপের দুই ‘কালো ঘোড়া’

ঢাকা: দুটি দলকেই বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন বিশ্বকাপের কালো ঘোড়া হিসেবে।  বেলজিয়াম আর  ইংল্যান্ড। কাকতালীয়ভাবে দুটি দল  রয়েছে একই গ্রুপে, অভিযানও শুরু করছে একই দিনে। একদিকে দুর্বল পানামার বিরুদ্ধে অভিযান শুরু করছে বেলজিয়াম। অন্যদিকে, ইংল্যান্ড অভিযান শুরু করছে তিউনিশিয়ার বিরুদ্ধে। বেলজিয়াম-পানামা ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। ইংল্যান্ড-তিউনিশিয়ার ম্যাচটি শুরু হবে রাত ১২টায়।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই বেলজিয়াম নিয়ে উত্তেজনা তুঙ্গে। এমন তারকাখচিত দল বিশ্বকাপে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। বেলজিয়াম দলের দিকে নজর দিলেই দেখা যাবে প্রায় প্রতিটা ফুটবলারই কোনও বড় ক্লাবে খেলেন। কুর্তোয়া আর হ্যাজার্ড যেমন চেলসিতে। কোম্পানি, ডে’ব্রুইন খেলেন ম্যানচেস্টার সিটিতে। ফেলাইনি, লুকাকু ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার।

 বেলজিয়ামের প্রায় প্রত্যেক ফুটবলারই ক্লাবের হয়ে ভালো খেলেছেন। যা দেশকেও সাহায্য করবে। তাছাড়া আগের তুলনায় অভিজ্ঞতার বিচারেও অনেকটা এগিয়ে হ্যাজার্ডরা। প্রায় ৩ টি টুর্নামেন্ট একসঙ্গে খেলে ফেলেছেন রবার্তো মার্টিনেজের শীর্ষ্যরা। বিশ্বকাপে বেলজিয়ামের এক্স-ফ্যাক্টর হতে পারেন এডেন হ্যাজার্ড। বল নিয়ে যেমন কন্ট্রোল। তেমনই নিঁখুত ফিনিশার।

এবার ইংল্যান্ডের কথায় আসা যাক। পরিসংখ্যান বলছে, ১৯৫০ বিশ্বকাপ থেকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতেছে মাত্র পাঁচবার। শেষবার তারা বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতেছিল বারো বছর আগে প্যারাগুয়ের বিরুদ্ধে! তিউনিশিয়ার বিরুদ্ধে নামার আগে পরিসংখ্যান যদি ইংলিশভক্তদের কাছে অস্বস্তির কারণ হয়ে থাকে, তাহলে অধিনায়ক হ্যারি কেনের আশ্বাসবাণী অবশ্যই স্বস্তি দেবে।

ম্যাচের আগের দিন এক সাক্ষাৎকারে ইংল্যান্ড অধিনায়ক বলেছেন,’মাঠে গিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে ফুটবল খেলব, যেটা আগে কোনও ইংল্যান্ড দল খেলতে পারেনি। দু’বছর আগে ফ্রান্সে যা হয়েছিল, সেটা খুব দুঃখজনক। ইউরোর হতাশা ভুলে আশা করব পুরো দেশ আমাদের পাশে থাকবে।‘  সঙ্গে যোগ করেছেন, ‘যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। জিততে পারলে দল মোমেন্টাম পেয়ে যাবে। জানি, তিন পয়েন্ট পেয়ে গেলে ভালো জায়গায় চলে যাব। তবে যদি জিততে নাও পারি, তাহলেও যে  সব শেষ হয়ে যাবে এমনটা নয়।’

অধিনায়ক হওয়ার পাশাপাশি ইংল্যান্ড দলের সেরা অস্ত্র হ্যারি কেনই। সুতরাং প্রথম ম্যাচে নামার আগে কিছুটা হলেও বাড়তি চাপ থাকবে এই মুহূর্তে বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ স্ট্রাইকারের ওপর।তবে, হ্যারি কেন ছাড়াও স্টারলিং, রাশফোর্ড, লিংগার্ড, দেলে আলিদের তরুণ ব্রিগেড ভরসা যোগাচ্ছে ইংলিশ সমর্থকদের।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!