• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ রাশিয়া বিশ্বকাপের ড্র


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১, ২০১৭, ১২:৫২ পিএম
আজ রাশিয়া বিশ্বকাপের ড্র

ঢাকা: রাশিয়া বিশ্বকাপে কে কোন দলে পড়ছে জানা যাবে আজই। ২০১৮ বিশ্বকাপের ড্র হবে শুক্রবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায়। এই অনুষ্ঠানটি সরাসরি দেখাবে সনি টেন ২।

একটা বিষয় পরিস্কার যে গ্রুপ পর্বে মেসি- নেইমার-রোনালদোর দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ র‌্যাংকিংয়ে শীর্ষ আট দলের মধ্যে রয়েছে তাঁদের তিন দল। ফলে আট গ্রুপের তিনটিতে শীর্ষ দল হিসেবে জায়গা মিলবে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগালের।

স্বাগতিক রাশিয়া থাকবে ১ নম্বর পাত্রে। যেটির বাকি সাত দল অক্টোবরে প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ সাত দেশ। র‌্যাংকিংয়ে ৬৫ তম রাশিয়া স্বাগতিক ৮ নম্বর হয়েও প্রথম পাত্রে স্থান হয়নি স্পেনের। এতে শীর্ষ দলগুলোর দুশ্চিন্তা থাকবে স্পেনকে নিয়ে।

অন্য দলগুলোর পাত্র চূড়ান্ত হয়েছে র‌্যাংকিং অনুযায়ী। র‌্যাংকিংয়ের অধঃক্রম অনুযায়ী পরের আটটি দল ২ নম্বর পাত্রে। তার পরের আটটি দল ৩ নম্বর পাত্রে এভাবে সাজানো হয়েছে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার। তাঁকে সহায়তা করবেন রাশিয়ার ক্রীড়া সাংবাদিক মারিয়া কোমান্দনায়া। ড্র অনুষ্ঠানের সময় মঞ্চে ডেকে নেওয়া হবে আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলের কাফু, ইতালির ফ্যাবিও ক্যানাভারো, উরুগুয়ের ডিয়েগো ফোরলান, স্পেনের কার্লোস পুয়োল, ফ্রান্সের লরাঁ ব্লাঁ, ইংল্যান্ডের গর্ডন ব্যাঙ্কস ও রাশিয়ার নিকিতা সিমোনিয়ান।

 সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

 

Wordbridge School
Link copied!