• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজই বিদায় ঘন্টা বাজতে পারে হাথুরুর শ্রীলঙ্কার


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২১, ২০১৮, ১১:৫৮ এএম
আজই বিদায় ঘন্টা বাজতে পারে হাথুরুর শ্রীলঙ্কার

ঢাকা: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচটাকে সেমিফাইনালও বলা যেতে পারে। এই ম্যাচটি শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ফাইনালে উঠে যাবে জিম্বাবুয়ে। আর লঙ্কানরা জিতলে টিকে থাকবে আশার সলতে। বাংলাদেশ পরপর দুই ম্যাচ জিতে সবার আগে ফাইনালে পৌঁছে গেছে। জিম্বাবুয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচ জিতেছে। আর বাংলাদেশের সঙ্গে হেরেছে। তবে শ্রীলঙ্কার তুলনায় জিম্বাবুয়েই বরং আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে।

পরিসংখ্যানও কথা বলছে গ্রেয়াম ক্রেমারের দলের পক্ষে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের তিনটিতেই জিতেছে জিম্বাবুয়ে। এটাই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে বলে গেলেন ক্রেইগ আরভিন,‘ দুই দলের মধ্যে আমাদের সময়টাই ভাল যাচ্ছে। ওরা চাপে থাকলেও কিন্তু ভাল দল। আরেকবার ওদের হারাতে আমাদের সেরাটাই খেলতে হবে। আমি নিশ্চিত ওরা ফিরতে মুখিয়ে রয়েছে। আমাদের ওপর ঝাপিয়ে পড়বে।’

অ্যাঞ্জেলো ম্যাথিউজ চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। যেটা লঙ্কানদেও জন্য অপূরণীয় ক্ষতি। রোববার (২১ জানুয়ারি) দুপুরেই ম্যাথিউজের দেশের বিমান ধরার কথা। আরভিনও বলছেন, ম্যাথিউজের না থাকাটা লঙ্কানদের জন্য বড় ক্ষতিই,‘ অ্যাঞ্জেলো ওদের দলের অপরিহার্য অংশ। মিডল অর্ডার ধরে রাখে। ওকে ছাড়া শ্রীলঙ্কা আরেকটু বেশি চাপে থাকবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!