• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজও কী আর্জেন্টিনার পথে হাঁটবে ব্রাজিল?


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০১৮, ১১:১৭ এএম
আজও কী আর্জেন্টিনার পথে হাঁটবে ব্রাজিল?

ঢাকা: এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল সমান্তরালে চলছে। আর্জেন্টিনা প্রথম ম্যাচে আইসিল্যান্ডের সঙ্গে ১-১ এ ড্র করেছিল। ব্রাজিলও ১-১ এ ড্র করে সুইজারল্যান্ডের বিপক্ষে। লিওনেল মেসি প্রথম ম্যাচে গোল পাননি। ব্রাজিলেরও নেইমারও পাননি। দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে আর্জেন্টিনা।

এবার কি তবে ব্রাজিলের পালা? শুক্রবার নেইমাররাও কি হেরে যাবে কোস্টারিকার কাছে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর মাত্র কয়েক ঘন্টা পরই। সন্ধ্যা ৬টায় ব্রাজিলের মুখোমুখি হবে কোস্টারিকা।

দু’দিন আগে অনুশীলনে গোড়ালিতে চোট পেয়ে যান নেইমার।বুধবার দলের সেরা অস্ত্র অনুশীলনে নামলেও দ্বিতীয় ম্যাচে তাঁর খেলা নিয়ে আশঙ্কা পুরোপুরি দূর হয়নি। কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচের আগে ব্রাজিল ভক্তদের উৎকণ্ঠা দূর করে তিতে জানিয়ে দিলেন, শুক্রবার শুরু থেকেই খেলবেন নেইমার। সেন্ট পিটার্সবার্গে সংবাদ সম্মেলনে তিতে বলেছেন, ‘মঙ্গলবার অনুশীলনে ডান পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করায় মাঠ ছেড়েছিল নেইমার। কিন্তু পরের দিনই স্বাভাবিকভাবে অনুশীলন করেছে। তাই কোস্টারিকার বিরুদ্ধে নেইমারের খেলতে সমস্যা হবে বলে মনে হয় না।’

প্রথম ম্যাচে নেইমারকে চেনা ছন্দে পাওয়া যায়নি। তিনি বল ধরলেই সুইজ়ারল্যান্ডের ফুটবলাররা ঝাঁপিয়ে পড়েছেন। পুরো ম্যাচ দশ বার ফাউল করা হয়েছিল নেইমারকে। ম্যাচের পরে অনেকেই বলছেন, খেলার ধরন বদলানো উচিত ব্রাজিল তারকার। তিতে কিন্তু তাঁদের সঙ্গে একমত নন। তিনি বলেন, ‘আমি কখনওই নেইমারকে খেলার ধরন বদলানোর পরামর্শ দেব না। তাছাড়া কোচ তো আর মাঠে নেমে খেলবে না।’ এর পরেই তিতে যোগ করেছেন, ‘প্রায় সাড়ে তিন মাস পরে নেইমার নব্বই মিনিট পুরো খেলল। পুরোপুরি ছন্দে ফেরার জন্য ওর অন্তত পাঁচটা ম্যাচ দরকার। নেইমার যদি খেলতে না পারে, তাহলে সেটা দলের পক্ষে বিরাট ক্ষতি।’

ব্রাজিল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন। এই মুহূর্তে ফিফা র্যাং কিংয়ে আছে দুই নম্বরে। প্রতিপক্ষ কোস্টা রিকার র্যাং কিং ২৩। বিশ্বকাপে অভিষেক ১৯৯০ সালে। সেরা পারফরম্যান্স চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে উরুগুয়ে ও ইতালির মতো দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করে চমকে দিয়েছিলেন কেলর নাভাসরা। যদিও ব্রাজিলের বিরুদ্ধে তাঁরা জিতেছে মাত্র একবারই, ২০১৫ সালে। তাই অধিকাংশ ফুটবলবোদ্ধাদের মতে শুক্রবার ব্রাজিলের জয়ের সম্ভাবনাই বেশি। কিন্তু তিতে তাঁদের পূর্বাভাসকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না।

তাঁর মতে কোস্টারিকা ম্যাচের ওপরেই নির্ভর করছে বিশ্বকাপে ব্রাজিলের ভবিষ্যৎ। তিনি বলেন, ‘কোস্টারিকাকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই। কারণ, এই ম্যাচের উপরেই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। সব ম্যাচেই আমরা ভালো খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামি। এই ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। তবে আমাদের সুযোগের সদ্ব্যবহার করতে হবে।’

কোস্টারিকার বিরুদ্ধে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন থিয়াগো সিলভা। কোচের সঙ্গে তিনিও ছিলেন সংবাদ সম্মেলনে। থিয়াগো বলেছেন, ‘প্রথম ম্যাচের পরেই বলেছিলাম, আমাদের উন্নতি করতে হবে। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে সব ম্যাচই আমাদের কাছে ফাইনাল।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!