• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজও কী শেষে গিয়ে জিতবে রংপুর রাইডার্স?


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৪, ২০১৭, ০৫:১৬ পিএম
আজও কী শেষে গিয়ে জিতবে রংপুর রাইডার্স?

ফাইল ফটো

ঢাকা: ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালামকে ২০ রানের মধ্যে হারিয়ে চাপে পড়ে গেছে রংপুর রাইডার্স। সেই চাপটা আরো বাড়িয়েছে মোহাম্মদ মিঠুন আর এই ম্যাচেই প্রথম সুযোগ পাওয়া ফজলে মাহমুদ ফিরে গিয়ে।

এই প্রতিবেদন লেখার সময় রংপুর ১২৩ রান তুলতেই হারিয়ে বসেছে ৪ উইকেট। রবি বোপারা ২৪ ও নাহিদুল ১৮ রান নিয়ে ব্যাট করছেন। খুলনা-রংপুরের জন্য দুদলের জন্যই ম্যাচটি জেতার সমান সুযোগ রয়েছে। শেষের দুটি ম্যাচ একদম শেষে গিয়ে জিতেছে রংপুর।

দ্বিতীয় ওভারেই আফিফ হোসেনের বলে আউট হন ম্যাককালাম মাত্র ২ রান করে। গেইলও কিছু করতে পারেননি। তিনি ৯ বলে ১৬ রান করে ফিরেছেন আবু জায়েদের বলে। মিঠুনকে(১৮) রান আউটের ফাঁদে ফেলেছেন কার্লোস ব্রেথওয়েট। মাহমুদ  (৬) বোল্ড হয়েছেন আফিফের বলে।

এর আগে ৮ উইকেটে ১৫৮ রান তুলেছে খুলনা টাইটান্স। সর্বোচ্চ ৫৯ রান করেছেন মাহমুদউল্লাহ। ৩৬ বলে ছয় চার আর দুই ছক্কায় তিনি এই রান করেন। এছাড়া নাজমুল শান্ত ২০, নিকোলাস পুরান ১৬ ও আরিফুল হক ১৬ রান করে করেন।

৩৫ রানে রুবেল হোসেন ৩টি এবং ২টি উইকেট শিকার করেছেন লাসিথ মালিঙ্গা।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!