• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজীবন নিষিদ্ধ রেফারি


ক্রীড়া ডেস্ক মার্চ ২১, ২০১৭, ০৪:২২ পিএম
আজীবন নিষিদ্ধ রেফারি

ঢাকা: ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘানার রেফারি জোসেফ ওদারতে লাম্পতেকে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। ম্যাচের ফলাফলকে প্রভাবিত করতে বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত দেয়ায় তাকে এই দণ্ড দেয়া হয় ।

গত বছর নভেম্বরে সেনেগালের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আফ্রিকাকে বিতর্কিত একটি পেনাল্টি উপহার দেয়ায় লাম্পতেকে ইতোমধ্যেই তিন মাসের জন্য নিষিদ্ধ করেছিল কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা ২-১ গোলে জয়ী হয়।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছেন রেফারি জোসেফ ম্যাচ ফলাফলের ওপর অযাচিতভাবে প্রভাব খাটানোয় তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে।

এদিকে ফিফা আরো জানিয়েছে, ঘানার আরেক ম্যাচ অফিসিয়াল ডেভিড লায়নহার্ড নিল লারতে লারেয়ার বিপক্ষে তদন্ত করে তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!