• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আট বছর পর উইম্বলডনের ফাইনালে ভেনাস


ক্রীড়া ডেস্ক জুলাই ১৪, ২০১৭, ০১:০৭ এএম
আট বছর পর উইম্বলডনের ফাইনালে ভেনাস

ঢাকা : দীর্ঘ ৮ বছর পর ফের উইম্বলডন ফাইনালে ভেনাস উইলিয়ামস৷ ফাইনালে তার প্রতিপক্ষ স্পেনের গার্বিনে মুগুরুসা। বৃহস্পতিবার (১৩ জুলাই) সেমিফাইনালে ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী জোহানা কোন্তাকে স্ট্রেট সেটে (৬-৪,৬-২) হারিয়ে ফাইনালে পৌঁছন ৩৭ বছরের মার্কিনি৷

এই পরাজয়ে শেষ হয়ে যায় ১৯৭৭ সালের পর প্রথম ব্রিটিশ নারী খেলোয়াড় হিসেবে কোন্টার উইম্বলডন ফাইনাল খেলার আশা।  

১৯৯৪ সালে উইম্বলডনে রানার-আপ হওয়া মার্তিনা নাভ্রাতিলোভার পর ৩৭ বছর বয়সী ভেনাস সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যাম এককের ফাইনালে উঠলেন।

এই প্রতিযোগিতায় ২০০০ সালে প্রথম শিরোপা জিতেছিলেন পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস। ক্যারিয়ারে এখন পর্যন্ত জেতা সাতটি গ্র্যান্ড স্ল্যামের সর্বশেষটিও এখানে জিতেছেন তিনি, ২০০৮ সালে।

সেন্টার কোর্টে আরও একটি ফাইনাল খেলতে মুখিয়ে আছেন ভেনাস। বিবিসি স্পোর্টকে তিনি বলেন, আমি এখানে অনেক ফাইনাল খেলেছি। আরও একটি জয় হবে চমৎকার।...আমি আমার সবটুকু দিয়ে খেলবো।

পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস এবার শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন৷ কোন্তাকে হারিয়ে ৯ বার উইম্বলডনের ফাইনালে উঠলেন ভেনাস৷ শনিবার খেতাবের লড়াইয়ে স্পেনের গারবিন মুগুরুজার বিরুদ্ধে কোর্টে নামবেন মার্কিন তারকা৷

ভেনাস শেষবার অল ইংল্যান্ড ক্লাবের ফাইনালে উঠেছিলেন ২০০৯-এ৷ আট বছর পর ফাইনালে উঠে ভেনাস বলেন, আমি এখানে অনেকবার ফাইনালে খেলেছি৷ আবার ফাইনাল খেলব, ভাবতে পারছি না৷

এবার দিয়ে দ্বিতীয়বারের মতো এখানে ফাইনালে উঠলেন মুগুরুসা। ২০১৫ সালে ভেনাসেরই ছোট বোন সেরেনা উইলিয়ামসের কাছে হেরে রানার্স-আপ হয়েছিলেন মুগুরুসা। তবে পরের বছর সেরেনাকে হারিয়েই ফরাসি ওপেনের শিরোপা জিতেন এই স্প্যানিয়ার্ড।

সোনালীনিউজ/এমটিআই

 

 

Wordbridge School
Link copied!