• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আট শিবির কর্মীসহ গ্রেপ্তার ৩৯


রাজশাহী প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০১৭, ০৮:১৫ পিএম
আট শিবির কর্মীসহ গ্রেপ্তার ৩৯

রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে নগরীতে আট শিবির কর্মীসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতভর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়।

এদিন সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়ালিয়া থানা পুলিশ রাতে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জাকির হোসেন (৩২), রফিকুল ইসলাম(৩১), ইকবাল হোসেন, আবদুল হান্নান (৩৫), আফজাল হোসেন, সাইদুর ইসলাম রতন(৩১), দিন মোহাম্মাদ দিনু(৪০) ও আবদুর রাজ্জাক(৫৩) নামের শিবির কর্মীদের গ্রেপ্তার করে।

এছাড়াও অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ২৩ জন, রাজপাড়া থানা ৭ জন, মতিহার থানা ৫ জন, শাহমখদুম থানা ৩ জন ও মহানগর ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ১৮ জন সাজাপ্রাপ্ত আসামি, ৪ জন মাদক ব্যবসায়ী এবং ৯ জন বিভিন্ন অপরাধের আসামি।

অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!