• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আতশবাজির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৭


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২১, ২০১৮, ০৯:১৫ এএম
আতশবাজির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৭

ফাইল ছবি

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লির বাওয়ানা শিল্পাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে ১০ নারীসহ ১৭ জন নিহত হয়েছেন। 

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো দুজন।

অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লেগে আতশবাজি কারখানার দ্বিতীয় তলায় ১৩ জন, প্রথম তলায় তিনজন এবং বেসমেন্টে একজন নিহত হন। প্রথম তলা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় কাজ করছিলেন কর্মীরা। আচমকা আগুন লেগে যাওয়ায় কারখানার মধ্যেই আটকে পড়েন তাঁরা। প্রাণ বাঁচতে অনেক কর্মী ছাদ থেকে নীচে ঝাঁপও দেন। ফলে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন কর্মী। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। চারদিকে অন্ধকার ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় জানান, রাজ্য সরকার উদ্ধার কাজের ওপর নজর রাখছে। পাশাপাশি কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এআই   

Wordbridge School
Link copied!