• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গি সাত দিনের রিমান্ডে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৬, ২০১৬, ০৫:৫১ পিএম
আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গি সাত দিনের রিমান্ডে

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে তাদের ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান কাউন্টার টেররিজমের পরিদর্শক সাইদুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করে। পুলিশের এসআই শাহিনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে পলাতক জঙ্গি মাইনুল ইসলাম মুসা, আত্মসমর্পণকারী দুই নারী জেবুন্নাহার শীলা ও তৃষা মণিসহ মোট আটজনের বিরুদ্ধে এ মামলা করেন।

গত শনিবার ওই এলাকার সূর্য ভিলা নামক একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!