• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আত্মসমর্পণ করে জামিন পেলেন ইমরান


আদালত প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০১৭, ১২:৫৯ পিএম
আত্মসমর্পণ করে জামিন পেলেন ইমরান

ঢাকা: প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করে স্লোগান দেওয়ার অভিযোগে মানহানির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। একই মামলায় মঞ্চের কর্মী সনাতন মালো উল্লাসও জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ ছামিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন জানালে শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

আসামিদের জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রকাশ বিশ্বাসসহ কয়েকজন আইনজীবী। মামলার বাদী গোলাম রব্বানী আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ ছামিদুল ইসলাম এ পরোয়ানা জারি করে আগামী ২৬ অক্টোবর অভিযোগ গঠন বিষয়ে ‍শুনানির জন্য দিন ধার্য করেন।

এদিন ইমরান এইচ সরকারের বিচারিক আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু  তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
 
সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!