• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আদালতে আনা হচ্ছে আসামিদের


আদালত প্রতিবেদক অক্টোবর ১০, ২০১৮, ০৯:৩৮ এএম
আদালতে আনা হচ্ছে আসামিদের

ঢাকা: বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেয়া হবে কিছুক্ষণের মধ্যেই। মামলার আসামিদের ম্যধে গ্রেফতার ৩১ জনকে আদালতে আনা হচ্ছে।

বুধবার (১০ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন কারাগারে আটক থাকা ৩১ জন আসামিকে পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে আনা হচ্ছে। বেলা ১১টার পর  নাজিমউদ্দিন রোডের বিশেষ এই আদালতে রায় পড়া শুরু বলে আইনজীবীরা জানিয়েছেন। রায় ঘোষণাকালে আসামিদের উপস্থিত রাখার কথা রয়েছে।

ভোর ৬টা ৫০ মিনিটে পুলিশের প্রিজন ভ্যানে বাড়তি নিরাপত্তা দিয়ে তাদের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ ও ২ থেকে আনা হয়েছে ১৪ আসামি। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুও রয়েছেন। আর কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে আনা হয়েছে ১৭ জন আসামিকে।

এদিকে রায়কে কেন্দ্র করে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বিশেষ ট্রাইব্যুনাল ঘিরে পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক পোশাকধারী পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!