• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আদালতে কণ্ঠশিল্পী মিলা, জামিন পায়নি স্বামী


আদালত প্রতিবেদক অক্টোবর ১৫, ২০১৭, ০৫:০২ পিএম
আদালতে কণ্ঠশিল্পী মিলা, জামিন পায়নি স্বামী

ঢাকা: কণ্ঠশিল্পী মিলা ইসলামের দায়ের করা যৌতুকের মামলায় তার স্বামী পারভেজ সানজারির জামিন ফের নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম ফাহাত বিন আমিন চৌধুরী এ আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মিলা।

সানজারির পক্ষে জামিনের আবেদন করে তার আইনজীবী শামীম আহাম্মদ বলেন, পারিবারিক কারণে তাদের মধ্যে ঝগড়া-ঝাটি হতে পারে। মিলা সম্পূর্ণ জিদের বশে মামলাটি করেছেন।

সানজারি ইউ এস বাংলা এয়ারলাইন্সে সিনিয়র পাইলট হিসেবে কর্মরত। জেল হাজতে থাকায় দেশিয় ও আন্তর্জাতিক ফ্লাইট ব্যাহত হচ্ছে। তিনি গুরুত্বপূর্ণ পদে চাকুরি করেন। বাদিনী মিলা একজন মাদকসেবী ও মানসিক রোগী। দীর্ঘদিন চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধীতা করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। আর অভিযোগ সুনির্দিষ্ট। তাছাড়া মামলার তদন্ত চলছে। আমরা তার জামিনে আপত্তি করছি।

এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা দায়ের পরই সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৯ অক্টোবরও আদালত এ আসামির জামিন নামঞ্জুর করেন।

মিলার দায়ের করা মামলায় বলা হয়, বিয়ের পর পর্যায়ক্রমে কয়েকবার এ ধরনের মারধরের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৩ অক্টোবর তাকে মারধর করা হয়। এর আগে তার স্বামী পাঁচ লাখ টাকা যৌতুক নিয়েছেন। আরও ১০ লাখ টাকা দাবি করেছেন। টাকা না পেয়ে তার স্বামী তাকে মারধর করেছেন।

উল্লেখ্য, একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের সম্পর্কের পর গত ১২ মে তারা বিয়ে করেন।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!