• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদালতে হাজিরা দিলেন ইউএনও-ওসি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৭, ২০১৬, ০৪:৫৭ পিএম
আদালতে হাজিরা দিলেন ইউএনও-ওসি

আদালতের নির্দেশে আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আদালতে হাজির হয়েছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ফেসবুকে টাঙ্গাইলের এমপিকে নিয়ে মন্তব্য করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এক স্কুলছাত্রকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছর সাজা দেয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তারা হাইকোর্টে হাজির হয়েছেন। নবম শ্রেণির ওই ছাত্রও আদালতে হাজির হয়েছিল। ওই শিক্ষার্থীকে কীভাবে গ্রেফতার করা হলো এবং কিসের ভিত্তিতে তাকে সাজা দেয়া হয়েছে- সে সংক্রান্ত নথিপত্র নিয়ে ইউএনও এস এম রফিকুল ইসলাম ও ওসি মোহাম্মদ মাকসুদুল আলমকে আজ হাজির হতে ২০ সেপ্টেম্বর নির্দেশ দেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ ওই আদেশ দেন। একই সঙ্গে ওই ছাত্রকে জামিন দিয়ে তাকে তার বিদ্যালয়ের সনদ ও বয়স সংক্রান্ত তথ্যাদি নিয়ে আসতে বলেন আদালত। হাইকোর্টের তলবে আজ মঙ্গলবার সকালে ওই দুই কর্মকর্তা আদালতে হাজির হন।

আইনজীবী খুরশীদ আলম খান জানান, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি অনুপম শাহজাহানকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় একটি জিডি হয় বলে একটি প্রতিবেদনে প্রকাশ হয়। আইন অনুসারে ভ্রাম্যমাণ আদালতের স্পটে অপরাধ সংঘটিত হতে হবে, এ ক্ষেত্রে তেমনটি হয়নি। জিডি হলে তদন্ত হবে। এ অবস্থায় এভাবে দণ্ড দেয়া যায় না।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!