• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আধিপত্য নিয়ে দুপক্ষে সংঘর্ষ, আহত ৩০


কুষ্টিয়া প্রতিনিধি মে ২৬, ২০১৭, ০৫:৪৫ পিএম
আধিপত্য নিয়ে দুপক্ষে সংঘর্ষ, আহত ৩০

ফাইল ফটো

কুষ্টিয়া: জেলার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।  

শুক্রবার (২৬ মে) সকাল ৯ টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকার বিলগাথুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছোড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও বর্তমান ইউপি সদস্য ইসমাইল হোসেনের সমর্থকদের মাঝে বেশ কিছু দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শুক্রবার সকালে দুপক্ষের প্রায় শতাধিক লোকজন লাঠি ও ইট পাটকেল নিয়ে চড়াও হলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।

খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেশ কয়েক রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে এ ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!