• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আনন্দ টিভি’র আনুষ্ঠানিক উদ্বোধন ১১ মার্চ


নিউজ ডেস্ক মার্চ ১০, ২০১৮, ০৫:০৬ পিএম
আনন্দ টিভি’র আনুষ্ঠানিক উদ্বোধন ১১ মার্চ

ঢাকা: সুস্থ ধারার বিনোদন ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের অঙ্গীকার নিয়ে রোববার (১১ মার্চ) শুভ উদ্বোধন হতে যাচ্ছে আনন্দ টিভি। এ উপলক্ষে শনিবার (১০ মার্চ) দুপুরে আনন্দ টিভির নিজস্ব ভবনে আয়োজিত হয় এক সংবাদ সম্মেলন। 

সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম বলেন, বিনোদন, খবর ও খবরের পেছনের খবরসহ নতুন কিছু সৃষ্টির উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করবে আনন্দ টিভি। “হৃদয়ের কথা বলে” এই স্লোগান নিয়ে অতি অল্পসময়ে দর্শক হৃদয় জয় করে নিতে সক্ষম হবো। আমরা নগর জীবনের সাথে গ্রামবাংলার প্রত্যন্ত এলাকার খবরকে অগ্রাধিকার দেবো। 

সংবাদ সম্মেলনে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধন করবেন স্বরারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । 

চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস সকল শ্রেণী-পেশার মানুষকে আনন্দ টিভির পাশে থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টেলিভিশনের চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস। আরো উপস্থিত ছিলেন, ডেপুটি হেড অব নিউজ শামসুল হক বসুনিয়া, হেড অব মার্কেটিং আরিফুর রহমান, চিফ নিউজ এডিটর রাশেদুল ইসলাম বিপ্লব, ক্রাইম চিফ আনিসুর রহমান সাব্বিরসহ বিভিন্ন বিভাগের কলা-কুশলীরা।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!