• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আনিসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০১৭, ১০:০৫ এএম
আনিসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, জনকল্যাণ ও সেবামূলক কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছিলেন। জনবান্ধব এই মেয়রের মৃত্যুতে দেশ ও জাতি একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধিকে হারাল।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এছাড়াও, মেয়রের মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি মন্ত্রী) ইঞ্জিনিয়ার খন্দকর মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার লন্ডন স্থানীয় সময় ৪টা ২৩ মিনিটে ওয়েলিংটন হাসপাতালে মারা যান আনিসুল হক। প্রথমে তার মস্তিস্কের প্রদাহজনিত রোগ সেরিব্রাল ভাস্কুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকেরা। পরে আইসিউতে তার ফুসফুসের সংক্রমণও ধরা পড়ে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!