• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আন্তঃস্কুল বাস্কেটবল টুর্নামেন্ট শুরু


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৫:৫৬ পিএম
আন্তঃস্কুল বাস্কেটবল টুর্নামেন্ট শুরু

ঢাকা: বালক ও বালিকাদের ২০টি দল নিয়ে ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে শুরু হয়েছে ‘প্রাণ বাবল গাম আন্তঃস্কুল বাস্কেটবল টুর্নামেন্ট-২০১৭’। বৃহস্পতিবার ধানমন্ডি  বাস্কেটবল জিমন্যাশিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং সাখাওয়াত আহমেদ ও ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদ হোসেন, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল আলম ফরহাদ, কোষাধ্যক্ষ ওয়াসিফ আলী ও টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব বাবু রঞ্জিত চন্দ্র দাস এ সময় উপস্থিত ছিলেন।

দিনের প্রথম খেলায় গ্রীণ জেমস ইন্টারন্যাশনাল স্কুল বনাম চট্টগ্রাম গ্রামার স্কুলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় চট্টগ্রাম গ্রামার স্কুল ৩৬-০৫ পয়েন্টে গ্রীণ জেমস ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে। খেলার  প্রথমার্ধে চট্টগ্রাম গ্রামার স্কুল ২১-০৫ পয়েন্টে এগিয়েছিল।

দিনের দ্বিতীয় খেলায় ম্যানগ্রোব স্কুল বনাম সামারফিল্ড স্কুলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সামারফিল্ড স্কুল  ২৯-০৫ পয়েন্টে ম্যানগ্রোব স্কুলকে পরাজিত করে। খেলার  প্রথমার্ধে  সামারফিল্ড স্কুল ১৮-০৩  পয়েন্টে এগিয়েছিল।

তৃতীয় খেলায় সেন্ট গ্রেগরী হাই স্কুল বনাম ম্যাপেললীফ ইইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সেন্ট গ্রেগরী হাই স্কুল ৫৯-০২ পয়েন্টে  ম্যাপেললীফ স্কুলকে পরাজিত করে। খেলার  প্রথমার্ধে সেন্ট গ্রেগরী ২১-০ পয়েন্টে এগিয়েছিল।

দিনের চতুর্থ খেলায় গ্রীণ হেরাল্ড স্কুল বনাম ধানমন্ডি টিউটরিয়াল এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় গ্রীণ হেরাল্ড স্কুল ২২-০৫ পয়েন্টে ধানমন্ডি টিউটরিয়ালকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে গ্রীণ হেরাল্ড স্কুল ১৫-০২ পয়েন্টে এগিয়েছিল।

দিনের পঞ্চম খেলায় সেন্ট যোসেফ স্কুল বনাম গ্রীণ জেমস ইন্টারন্যাশনাল স্কুল এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায়  সেন্ট যোসেফ  স্কুল ২৬-০২ পয়েন্টে  গ্রীণ জেমস ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে সেন্ট যোসেফ স্কুল ১৬-০২ পয়েন্টে এগিয়েছিল।

দিনের ৬ষ্ঠ খেলায় সেন্ট নিকোলাস স্কুল বনাম সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এর মধ্যে অনুষ্ঠিত খেলা সেন্ট নিকোলাস  স্কুল ৩৫-০৭ পয়েন্টে সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলকে পরাজিত করে। খেলার  প্রথমার্ধে সেন্ট নিকোলাস ১৭-০৪ পয়েন্টে এগিয়েছিল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!