• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক বিপাশা হায়াত


বিনোদন প্রতিবেদক নভেম্বর ২৫, ২০১৭, ১০:৪০ এএম
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক বিপাশা হায়াত

ঢাকা: নন্দিত অভিনেত্রী  বিপাশা হায়াত। ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন জনপ্রিয় অভিনেত্রী। উৎসবের নারী চলচ্চিত্র নির্মাতা বিভাগে বিচারক হিসেবে থাকছেন তিনি।

নয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১২ই জানুয়ারি থেকে। বিপাশা হায়াত বলেন, উৎসবে যোগ দেয়া অবশ্যই আনন্দের এবং নতুন অভিজ্ঞতার। এক ধরনের সম্মান বা স্বীকৃতিও। এত বছর যে পথ ধরে চলেছি এবং চর্চা করেছি সেটা থিয়েটার, টেলিভিশন, চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়, চিত্রকর্ম, আবহ সংগীত বা সম্পাদনায়, সার্বিকভাবে এ বিষয়গুলো এ ক্ষেত্রে কাজে লাগবে।

উৎসবে ঢাকার পাঁচটি মিলনায়তনে বিশ্বের ৬০টি দেশের ১৭০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিচারক হিসেবে আরও থাকছেন নরওয়ের এজ হফার্ট, যুক্তরাষ্ট্রের গ্যারি স্প্রিঞ্জার, সিডনি লেভাইন, ভারতের গিরীশ কাসারাভাল্লি, ইরানের মোহাম্মদ হাসান আমির ইয়োসেফি, ইতালির অ্যানা কোচিয়ারেলা,

আন্ড্রেয়া মর্গহেন, নেপালের অরুণ দেও জোশি, রাশিয়ার লিয়া গিলমাতদিনোভা, ফিনল্যান্ডের মেরজা রিতোলা। বিপাশা হায়াতের পাশাপাশি বাংলাদেশ থেকে বিচারক থাকবেন মোরশেদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ ও নুরুল আলম আতিক।

সোনালীনিউজ/ঢাকা/বিএইচ

Wordbridge School
Link copied!