• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘আন্দোলন করে ইনস্টিটিউট হবে না’


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০১৭, ১২:৫০ পিএম
‘আন্দোলন করে ইনস্টিটিউট হবে না’

ঢাকা: আন্দোলন করে চাইলেই গার্হস্থ্য অর্থনীতি কলেজ ইনস্টিটিউট হবে না মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ মন্তব্য করেন।

মন্ত্রী আরো জানান, সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৭ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আগামী ৩০ মার্চ আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সারাদেশ থেকে লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

মন্ত্রী বলেন, পঞ্চমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী তিনটি গ্রুপে ৪টি বিষয়ে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর অংশগ্রহণে সৃজনশীল মেধা অন্বেষণের আয়োজন করা হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!