• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের

আন্দোলনের অক্ষমতায় শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি


নারায়ণগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ১৬, ২০১৮, ০৩:১৫ পিএম
আন্দোলনের অক্ষমতায় শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি

ঢাকা : আন্দোলনের অক্ষমতার কারণে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর দ্বিতীয় কাঁচপুর সেতুর সুপারস্ট্রাকচার স্থাপনকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

একটি ‘অর্থবহ’ নির্বাচনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি বারবার একটা কথা বলতে চেয়েছি, আমরা প্রতিদ্বন্দ্বিতাহীন, নিরামিষ নির্বাচনে যেতে চাই না।

প্রতিদ্বন্দ্বিতাহীন, নিরামিষ নির্বাচনের কোনো অর্থই নেই। নির্বাচনকে মিনিংফুল করতে হলে অর্থবহ নির্বাচনের জন্য আমরা অর্থবহ অংশগ্রহণ চাই। এবং সেখানে বিএনপি একটা বড় দল। আমরা চাইব, বিএনপি নির্বাচনে অংশ নিক।’

‘এখন তারা নিজেরাই একবার বলে তাঁদের নেত্রী খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। খালেদা জিয়া ছাড়া যাবে, নাকি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে যাবে, সেটা তো আদালতের বিষয়। সরকারের কোনো বিষয় নেই। বারবার মির্জা ফখরুল সরকারকে অভিযুক্ত করছেন। সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন। আদালতের বিরুদ্ধে কথা বলতে পারছেন না। এটা কথা বললে কন্টেম্প হবে। কিন্তু আদালতের আদেশ, এই আদেশ কিন্তু সরকারের নয়। এটা তাদের ভুলে যাওয়া উচিত নয়। তারা নিজেরা যদি নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ায়, সেটা তাদের ব্যাপার। তাদের সরানোর কোনো প্রকার চেষ্টা আমরা করছি না।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির চলমান আন্দোলনে পুলিশ কোনো বাধা দেয়নি বলেও দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কৌশল হিসেবে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে যে অক্ষমতার অজুহাত তুলে বিএনপি খালেদা জিয়ার সাজা এবং কারাগারে বন্দি হওয়ার প্রতিক্রিয়ায় লাখ লাখ লোকের ঢল নামবে। এমন আশায় বিএনপি অপেক্ষমাণ ছিল। কিন্তু খালেদা জিয়ার দুর্নীতি মামলার সাজা, এবং কারাগারে বন্দি জীবনযাপনের প্রতিক্রিয়ায় জনগণের কোনো সাড়া না পেয়ে বিএনপি এখন অক্ষমতার অজুহাত দেখিয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল অবলম্বন করেছে।’

খালেদা জিয়ার নামে কোনো শ্যোন অ্যারেস্টের কথা জানেন না মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। কোনো প্রকার শ্যোন অ্যারেস্টের বিষয়ে তিনি আমাকে বলতে পারেননি। অহেতুক তাঁরা অতীতের মতো, এটা তাদের পুরোনো অভ্যাস, অন্ধকারে ঢিল ছোড়া। শ্যোন অ্যারেস্ট হবে কি হবে না, কী হবে এটা আমার জানা নেই। যা কিছু হয় আদালতই করবে। আদালতের বাইরে সরকারের নির্দেশে খালেদা জিয়ার কোনো বিষয়ে আমাদের কোনো হাত নেই, কোনো হস্তক্ষেপ নেই।’

এ সময় দ্বিতীয় কাঁচপুর সেতুর সব ফাউন্ডেশন নির্মাণ শেষ হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। ভিয়েতনাম থেকে এরই মধ্যে ৯৬টি বক্স গার্ডার সেট ও ডেক স্ল্যাব প্যানেল এসে পৌঁছেছে বলেও জানান তিনি। সেতুর কাজ আগামী ডিসেম্বরে শেষ হবে বলেও জানান মন্ত্রী।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!