• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আপনাকে পাৎলা ডাল দিচ্ছি!


ফেসবুক থেকে ডেস্ক মে ৩০, ২০১৮, ১০:৪৩ এএম
আপনাকে পাৎলা ডাল দিচ্ছি!

কোলকাতার আচানক ঘটনাবলী: একটু করে বলি...

ঘটনা ১: রাতের খাবার খেতে বসেছি। কোলকাতার এক বাঙালি হোটেলে।

ওয়েটার বললো স্যার ‘ডাইল’ দিবো?...
বললাম... না না ওটা দেবেন না! শুনছি দেশে মাদক-ফাদক নিয়ে বেশ হাঙ্গামা হচ্ছে! মরেছে বেশকিছু।পরে কাল দেশে ফিরতে পারবো না!
ওয়েটার: ঠিক আছে স্যার আপনাকে পাৎলা ডাল দিচ্ছি!

ঘটনা ২: এক দোকানে ঢুকে ব্যাগ ফেলে চলে যাচ্ছিলাম! এক বিহারী লোক চট্ করে বলে উঠলো:

...স্যার এই ব্যাগটা কী আপনার আছে? বললাম
... এই ব্যাগটা আমারই আছে, এবং চিরদিন আমারই থাকবে!
লোকটা আমার কথা শুনে মুখের দিকে তাকিয়ে ব্যাগটা হাতে ধরিয়ে দিলো!

ঘটনা ৩: নিউমার্কেটে দেখা হলো বরিশালের এক পরিচিত লোকের সাথে। নানা কথার ফাঁকে বললাম ভাই:
সারা কোলকাতায় দেখি এক ব্যাংক নাম ‘ইয়েস ব্যাংক’! মজা করে বললাম... বরিশালে এর শাখা খুলে ফেলেন! ভাই আমার রসিক!

বললো ইয়েস ব্যাংকের শাখা বরিশালে খুললে তো নাম চেইঞ্জ করতে হবে! যেমন?
নাম হবে: ‘হয় হয় ব্যাংক’ বা ‘হেইয়াই ব্যাংক’!

বললাম থাক ভাই শাখা খোলা লাগবে না!!!

লেখাটি একাত্তর টেলিভিশনের বিশেষ সংবাদদাতা মাহবুব স্মারক’র ফেসবুক থেকে নেয়া।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!