• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আপনি ছাড়া কে দেখবে আমাদের: হাসিনাকে রওশন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০১৬, ১০:৫৬ পিএম
আপনি ছাড়া কে দেখবে আমাদের: হাসিনাকে রওশন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বললেন, ‘আমরা চাই, আপনি আরো ২শ বছর বাঁচুন। না হলে আমাদের দেখবে কে?’

প্রধানমন্ত্রীকে ত্রুটিপূর্ণ বিমানে তোলা নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ ও প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির (জাপা) এই নেত্রী।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দশম সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে রওশন এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রীকে ত্রুটিপূর্ণ বিমানে কেন চড়ানো হল? ওই বিমানে নাকি আগেও সমস্যা হয়েছিল। নাটবল্টু ঢিলা করে সোনা চোরাচালান করা হয়েছিল।’

এ পর্যায়ে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে তিন বার নিরাপত্তা তল্লাসি চালানোর দাবি জানান রওশন এরশাদ। পঁচাত্তর ট্রাজেডি তুলে ধরে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পত্নী বলেন, ‘জাতির পিতাকে হারানো একটা দুঃস্বপ্ন ছিল।’ 

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!