• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আপাতত সিরিজ জয়ে চোখ মাশরাফির


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৭, ২০১৭, ০৯:১৫ পিএম
আপাতত সিরিজ জয়ে চোখ মাশরাফির

ঢাকা: ডাম্বুলায় ওয়ানডে সিরিজে বাংলাদেশ ৯০ রানের বড় জয় দিয়ে শুরু করেছে। মঙ্গলবার একই মাঠে হবে দ্বিতীয় ওয়ানডে। কেউ কেউ ভাবছেন ম্যাচটি জিতে বাংলাদেশ তো সিরিজ জিতবেই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশও করে ছাড়বে। বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা কি ভাবছেন? তিনি কিন্তু আকাশে উড়ছেন না! পা মাটিতেই রাখছেন।

মাশরাফির চোখ আপাতত সিরিজ জয়ের দিকে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলে গেলেন, ম্যাচ বাই ম্যাচ খেলার কথা,‘ ম্যাচ বাই ম্যাচ খেলা সবচেয়ে সুবিধাজনক। প্রথম ম্যাচে জিতেছি। দ্বিতীয় ম্যাচে মনোযোগী থাকতে হবে। সবসময় কথা হয় ৩-০ বা ৫-০। অন্য দলও কিন্তু খেলতে আসে। তারাও তাদের সেরা চেষ্টা করবে। আমরা যদি পরের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেট খেলি, যদি বের হয়ে যেতে পারি, তখন বোঝা যাবে সমীকরণটা কি হবে।’

প্রথম ম্যাচটি যে উইকেটে খেলা হয়েছিল দ্বিতীয় ম্যাচে একই ধরণের উইকেট পাবে না বাংলাদেশ। সেক্ষেত্রে উইনিং কম্বিনেশন ভেঙে ফেলবে দল। মাশরাফির কণ্ঠেও থাকল সেই ইঙ্গিত,‘ আমরা শেষ দুই বছরে উইনিং কম্বিনেশন নিয়ে খুব একটা ভাবিনি। প্রয়োজনে সবসময় কম্বিনেশন ভেঙে এসেছি। আগের ম্যাচের কম্বিনেশন থাকবে কি না এ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কালকের (মঙ্গলবার) একরকম নাও থাকতে পারে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!