• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আপিল করবেন নূর হোসেন, তারেক, রানা ও আরিফ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৭, ০৬:০৯ পিএম
আপিল করবেন নূর হোসেন, তারেক, রানা ও আরিফ

নারায়ণগঞ্জে ৭ খুন মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি নূর হোসেন, র‌্যাবের চাকরিচ্যুত র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তাঁদের আইনজীবীরা।

নূর হোসেনের পক্ষের আইনজীবী মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী অ্যাডভোকেট খোকন সাহা বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট না। রায়ের বিরুদ্ধে অচিরেই আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি, উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো।’

তিনি আরও বলেন, আমিসহ অ্যাডভোকেট সুলতানুজ্জামান ও আব্দুর রশিদ পেশাদার আইনজীবী। আইনকে নিজস্ব গতিতে চলার জন্য আমরা এই মামলায় আসামিদের পক্ষে ছিলাম। আমরা স্বাধীনতাত্তোর অর্ধশতাধিক মামলায় শুনানি করেছি। আমরা প্রমাণ করেছি এই ধরনের চাঞ্চল্যকর মামলায় শুনানি করার জন্য যোগ্যতা সম্পন্ন আইনজীবী নারায়ণগঞ্জে রয়েছে। আসামিরা এই রায়ে সংক্ষুব্ধ হয়ে থাকলে উচ্চ আদালতে আপিল এবং লিভ টু আপিল করতে পারবেন। আসামিরা উচ্চ আদালতে আপিল করলে ন্যায় বিচার পাবেন বলে তিনি মনে করেন।

র‌্যাব-১১ এর চাকরিচ্যুত মেজর (অব.) আরিফ হোসেন ও নূর হোসেনের সহযোগী আবুল বাশারের আইনজীবী নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ বলেন, ৭ খুন মামলার তদন্তকারী কর্মকর্তার অনেক ত্রুটি রয়েছে। আসামিরা এই রায়ে সংক্ষুব্ধ হয়ে থাকলে উচ্চ আদালতে আপিল এবং লিভ টু আপিল করতে পারবেন। আসামিরা উচ্চ আদালতে আপিল করলে ন্যায় বিচার পাবেন বলে তিনি মনে করেন।

তারেক সাঈদের আরেক আইনজীবী শাহাবুদ্দিন বলেন, ‘আবেগতাড়িত হয়ে রায় দিয়েছেন। কোনো ধরনের প্রমাণ আদালতে হাজির করতে পারেননি। পুলিশ তদন্ত রিপোর্ট দিলেই তো হবে না, সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। তারিক সাঈদ (হত্যার) নির্দেশ দিয়েছেন এ ধরনের কোনো কাগজপত্র বাদীপক্ষ আদালতে হাজির করতে পারেননি।

বরখাস্ত লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানার আইনজীবী অন্যতম রিতা ইসলামও উচ্চ আদালতে যাওয়ার কথা সাংবাদিকদের বলেছেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!