• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আফগান সিরিজের জন্য তৈরি বাংলাদেশের যুবারা


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৯, ২০১৭, ০৯:০৪ পিএম
আফগান সিরিজের জন্য তৈরি বাংলাদেশের যুবারা

ঢাকা: দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল আসছে অল্প কয়েক দিন পরই। বাংলাদেশের যুবারাও এই সিরিজকে সামনে রেখে তৈরি। নিউজিল্যান্ডে যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজ খেলতে ঢাকায় আসছে আফগান যুবারা।

সিরিজের প্রথম চারটি ম্যাচ হবে সিলেটে। মঙ্গলবারই সেখানে গিয়ে পৌঁছেছে সাইফ হাসানের দল। তবে যাওয়ার আগে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গেছেন। বলেন, ‘অধিনায়ক হিসেবে অবশ্যই চাইব সিরিজ জিততে। আফগানিস্তানের সঙ্গে খেলায় একটাই চেষ্টা থাকবে, সেটা হলো হোয়াইটওয়াশ করার। তবে ওরা ভাল দল। অনূর্ধ্ব-১৯ দল হলেও ভাল। যদিও আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ওদের হোয়াইটওয়াশ করা কঠিন হবে না।'

বাংলাদেশের যুব দলটি অনেক দিন হলো একসঙ্গে প্রস্তুতি নিচ্ছে। এটা মনে করিয়ে সাইফ বললেন, ‘অনেক দিন থেকেই আমরা অনুশীলন করছি। সম্প্রতি আমরা কয়েকজন জাতীয় লিগ খেলেছি। সব মিলিয়ে ম্যাচ অনুশীলনটা খুব ভাল হয়েছে। আমাদের কাজগুলো ঠিকভাবে করতে পারলেই আমাদের পক্ষে ফলাফল আসবে।’ ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ। শেষ ম্যাচটি হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!