• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফগান সিরিজের দল নিয়ে যা বললেন মিনহাজুল


ক্রীড়া প্রতিবেদক মে ২০, ২০১৮, ০৫:০৩ পিএম
আফগান সিরিজের দল নিয়ে যা বললেন মিনহাজুল

ঢাকা: ভারতের দেরাদুনে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সেই লক্ষ্যে রোববার (২০ মে) ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দল থেকে পেসার তাসকিন আহমেদ ও ব্যাটসম্যান ইমরুল কায়েস বাদ পড়লেও ডাক পেয়েছেন মোসাদ্দেক হোসেন। আবার চোটে আক্রান্ত মেহেদী হাসান মিরাজও সুযোগ পেয়েছেন। বিষয়গুলো নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

পরে অবশ্য সংবাদমাধ্যমের কাছে ব্যাখ্যা দিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে র‌্যাংকিংয়েও আমরা অনেকটা পিছিয়ে। এই কারণে সেরা দল পাঠানোর চিন্তা ভাবনা করেছি। এছাড়া সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরও আছে। নিদাহাস ট্রফির পর টি-টোয়েন্টির দলটা কেমন হওয়া উচিত- আমরা এর একটা ধারণাও পেয়েছি। এর ফলে খুব বেশি পরিবর্তনে যাইনি।’

মোসাদ্দেককে স্কোয়ার্ডে রাখা প্রসঙ্গে মিনহাজুল আবেদিন বলেন, ‘অলরাউন্ডারের চিন্তা থেকেই মোসাদ্দেককে সুযোগ দেয়া হয়েছে। টি-টোয়েন্টিতে মোসাদ্দেকের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করার যথেষ্ট সামর্থ্য রয়েছে। পাশাপাশি মিরাজের ফিটনেস নিয়ে কিছুটা সংশয় আছে। এই মুহুর্তে সে শতভাগ ফিট না। অবশ্য ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। তবে ঝুঁকি এড়াতে মিরাজের বিকল্প হিসেবে আমরা মোসাদ্দেককে স্কোয়াডে রেখেছি।’

মেহেদী হাসান মিরাজ পুরোপুরি ফিট না হওয়া সত্বেও নির্বাচকেরা তাঁকে দলে রেখেছেন। কিন্তু তাসকিন আহমেদকে বিবেচনা করেননি নির্বাচকরা। এ বিষয়ে মিনহাজুল বলেন, ‘চোট, পারফরম্যান্স দুইই তাসকিনকে বাদ দেয়ার পেছনের কারণ। সে নিদাহাস ট্রফিতে গিয়েই চোটে পড়েছিল। তবে চোটটা বেশ আগের। চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছে তাসকিন। আমাদের বিশ্বাস হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সেরে উঠবে।’

ইমরুল কায়েসকে দলভুক্ত না করলেও নিদাহাস ট্রফিতে ব্যর্থ সৌম্য সরকারকে সুযোগ দেয়া হয়েছে। প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘টি-টোয়েন্টিতে আমরা যতগুলো খেলোয়াড়কে নিয়ে চিন্তা করি, সৌম্যর কথাটা সবার আগে আসে। বিষয়টি নিয়ে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গেও আলোচনা করেছি। ওরা সৌম্যর ব্যাপারে ইতিবাচক ছিল। এই কারণেই সৌম্য দলে।’

নিদাহাস ট্রফির দলে থাকা নুরুল হাসান সোহানকেও আফগানিস্তান সিরিজে বিবেচনায় নেননি নির্বাচকরা। এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘আফগানিস্তানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ, শর্টার ভার্সনের খেলা। ওকে নিয়ে (সোহান) আমাদের অন্যরকম চিন্তা ভাবনা আছে। সামনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা।  ওখানে গিয়ে টেস্ট প্রস্তুতি নেওয়াটা খুব কঠিন। কিছু খেলোয়াড়কে আফগানিস্তানের সিরিজের দলের সঙ্গে যোগ করা হয়নি।  একই কারণে কারণে ইমরুল কায়েসও নেই। এছাড়া দলে দুজন উইকেটকিপার ব্যাটসম্যান থাকায় সোহানকে বিবেচনা করা হয়নি।’

নাজমুল হোসেন শান্ত এবং মিথুন আলী ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছে। কিন্তু তাদেরও বিবেচনা করা হয়নি। এমন প্রশ্নে মিনহাজুল আবেদিনের জবাব ব্যাখ্যা, ‘শান্তকে আমরা ২০ ওভারের ক্রিকেটের জন্য চিন্তা করছি না। ওকে নিয়ে আমাদের ভাবনা ৫০ ওভার কিংবা লংগার ভার্সন ক্রিকেটে। সামনেই হয়তো ওকে দেখা যাবে এই ধরেনর কোন ম্যাচে। ওর জায়গাতে অনেকগুলো খেলোয়াড় ভালো করছে। এই কারনে ওকে বিবেচনা করা হয়নি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!