• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান সিরিজে নতুন মুখ মোসাদ্দেক, ফিরলেন শফিউল রুবেল


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০১৬, ০২:৩৭ পিএম
আফগানিস্তান সিরিজে নতুন মুখ মোসাদ্দেক, ফিরলেন শফিউল রুবেল

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুটি একদিনের ম্যাচ খেলতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ১৩ সদস্যের দল ঘোষণা করেন। তিন ওপেনার, তিন পেসারের সঙ্গে দুজন বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুটি একদিনের দল ঘোষণা করেছে বিসিবি। এছাড়া বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল ইতিবাচক হলে চতুর্থ পেসার হিসেবে পরে ঢুবে যাবেন পেসার তাসকিন।  

জাতীয় দলে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। এ বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের জার্সিতে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। যদিও সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে ১৬ ম্যাচে ৬২২ রান করেছেন পাঁচ ফিফটিতে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে মোসাদ্দেক ৩৯ ম্যাচে এক সেঞ্চুরি ও নয় হাফসেঞ্চুরিতে করেছেন ১২৯১ রান। বল হাতে নিয়েছেন ২০ উইকেট। অন্যদিকে প্রথম শ্রেণির ১৮টি ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ১৮৮৫ রান; উইকেট নিয়েছেন ১৬টি।

এছাড়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া বিশ্বকাপে সর্বশেষ খেলা তাইজুল ইসলাম ফিরেছেন প্রায় দেড় বছর পর। ২০১৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে খেলেছেন তাইজুল। দুটিতে অর্জন করেছেন দুই রকম অভিজ্ঞতা। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে হ্যাটট্রিক করে গড়েছিলেন ইতিহাস। যেটি ছিল ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিকের প্রথম ঘটনা। দ্বিতীয় ওয়ানডেটি গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। যেটিতে ১০ ওভারে ৫৮ রান দিয়ে কোনেও উইকেট পাননি।

ইনজুরির কারণে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে পারেননি ডানহাতি পেসার রুবেল হোসেন। তিনিও ফিরেছেন আফগানিস্তানের বিপক্ষে। প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১৯ উইকেট নিয়ে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন রুবেল। তবে গত কিছুদিন ধরে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠা আল আমিন হোসেন বাদ পড়েছেন। তার জায়গায় সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম। বাংলাদেশের হয়ে সর্বেশেষ ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন শফিউল ইসলাম। প্রায় দুই বছর পর তিনি জাতীয় দলে ফিরলেন। আল আমিনের বাদ পড়া প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, ‘দলের প্রয়োজনেই আল আমিনের পরিবর্তে শফিউলকে নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে গত বুধবার বিকালে বাংলাদেশে এসেছে আফগানিস্তান। আর এই সিরিজ দিয়েই দেশের মাটিতে দীর্ঘ ১০ মাস পর ওয়ানডেতে নামবে টাইগাররা। প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে আফগানরা। শুক্রবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা। ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই দিবারাত্রির, যা অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। রিজার্ভ ডে রাখায় ম্যাচের মাঝে দু দিন করে বিরতি থাকছে।

১৩ সদস্যের দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ. অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!