• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে ক্রিকেট টুর্নামেন্টে বোমা হামলায় নিহত ৮


ক্রীড়া ডেস্ক মে ১৯, ২০১৮, ১১:৫৮ এএম
আফগানিস্তানে ক্রিকেট টুর্নামেন্টে বোমা হামলায় নিহত ৮

ঢাকা: কিছুদিন আগে টেস্ট স্ট্যাটাস পেয়েছে আফগানিস্তান। এখন দলটি ভারতের সঙ্গে অভিষেক টেস্ট খেলার প্রহর গুনছে। তাছাড়া ভারতের দেরাদুনে আফগানরা বাংলাদেশের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে। তাদের দু’জন খেলোয়াড় রশিদ খান এবং মুজিব-উর-রহমান আইপিএল মাতাচ্ছেন। ক্রিকেট অবকাঠামো না থাকার পরও তরতর করে এগিয়ে চলেছে আফগানিস্তানের ক্রিকেট।

ঠিক সে সময় আফগানিস্তানে এক ক্রিকেট টুর্নামেন্টে বোমা হামলা হয়েছে। সরকারি এক সূত্রে জানানো হয়েছে, হামলায় আটজন নিহত ও কমপক্ষে ৪২ জন আহত হয়েছেন। এ ধরণের হামলা ক্রিকেট বিশ্বকে নেতিবাচক ধারণাই পৌঁছে দেবে।

আফগানিস্তানের পূর্ব জালালাবাদ প্রদেশে নয়া নাজিমাবাদ রমজান কাপ ক্রিকেট টুর্নামেন্টে এ ঘটনা ঘটেছে। টুর্নামেন্টের আয়োজক হিদায়াতুল্লাহ জহিরও এই হামলায় নিহত হয়েছেন। আটজন নিহতের তালিকায় রয়েছে এক শিশু।

ননগরহার সরকারের মুখপাত্র আত্তাউল্লাহ খোগানি জানিয়েছেন, ঘটনাস্থলে তিনটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ৪২জন আহত হয়েছেন। অনুমান করা হচ্ছে,স্থানীয় তালেবানরাই এই হামলা ঘটিয়ে থাকতে পারে।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!