• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফগানিস্তানে বন্দুকযুদ্ধে ১৩ পুলিশ ও ১৫ জঙ্গি নিহত


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ১০, ২০১৮, ০৮:১৮ পিএম
আফগানিস্তানে বন্দুকযুদ্ধে ১৩ পুলিশ ও ১৫ জঙ্গি নিহত

ঢাকা : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে সোমবার (১০ সেপ্টেম্বর) ভয়াবহ বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৩ পুলিশ কর্মকর্তা ও ১৫ জঙ্গি নিহত হয়েছে। এতে আরো ১৮ পুলিশ সদস্য আহত হয়। স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়ার।

জেলা প্রধান নসরুদ্দিন নাজারি সাহাদি সিনহুয়াকে বলেন, ‘তালেবান জঙ্গিরা দাশ-ই-আর্চি জেলায় ওই নিরাপত্তা ফাঁড়ি লক্ষ্য করে বন্দুক ও রকেটচালিত গ্রেনেড হামলা চালানোর পর এ সংঘর্ষ হয়। ফাঁড়িটি সরকারি দপ্তর ও স্থানীয় একটি বাজারের কাছে অবস্থিত।’

এসব পুলিশ সদস্যদের মধ্যে আফগান জাতীয় পুলিশ (এএনপি) ও আফগান স্থানীয় পুলিশের (এএলপি) সদস্য রয়েছে। আহতদের গোলযোগপূর্ণ এ প্রদেশের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

তালেবান জঙ্গিরা তাদের শক্তিশালী ঘাঁটি দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে এক সময়ের শান্তিপূর্ণ উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ার পর আফগানিস্তানে ক্রমান্বয়ে যুদ্ধ জোরালো হয়। সেখানে তালেবানরা যুবকদের দলে টানছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!