• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৩০


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৪, ২০১৬, ১২:৪৯ পিএম
আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৩০

আফগানিস্তানে ন্যাটোর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোরে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে এই বিমান হামলা চালানো হয়। নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছেন। আফগান কর্তৃপক্ষ এই হামলার ঘটনা নিশ্চিত করেছে।

ফরাসি বার্তাসংস্থা এএফপিকে প্রাদেশিক মুখপাত্র মাহমুদ দানিশ বলেন, আফগান ও মার্কিন বাহিনী যৌথভাবে জ্যেষ্ঠ তালেবান কমান্ডারদের লক্ষ্য করে একটি অভিযান চালায়। এ সময় তাদের সহায়ক হিসেবে বোমা বর্ষণে অন্তত ৩০ জন বেসামরিক আফগান নিহত হন। আহত হন আরও অন্তত ২৫ জন।

এর আগে কুন্দুজে তালেবানবিরোধী এক অভিযানে দুই মার্কিন সেনা সদস্য এবং আফগান বিশেষ বাহিনীর তিন সদস্য নিহত হন। এরপরই ওই বিমান হামলা চালানো হয়।

পুলিশের মুখপাত্র মাহমুদুল্লাহ আকবরিও হতাহতের একই পরিসংখ্যান উল্লেখ করে বলেন, নিহতদের মধ্যে তিন মাস বয়সী শিশুও রয়েছে।

এক টুইটার বার্তায় দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে ন্যাটো এ হামলার কথা স্বীকার করে। এতে বলা হয়, বন্ধুপ্রতিম বাহিনীর সুরক্ষায় একটি বিমান হামলা চালানো হয়। সকল বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে।

ওই বিমান হামলার পর নিহতদের স্বজনরা তাদের মরদেহ নিয়ে সরকারি দপ্তরের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন বলে জানা গেছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!