• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩০


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২, ২০১৭, ০৯:২৭ এএম
আফগানিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩০

ঢাকা: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে একটি শিয়া মসজিদে নামাজ চলাকালে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটছে। বাংলাদেশ সময় সকাল সোয়া নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ৩০ জনের মৃত্যুর খবর জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬৩ জন, যাদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে জাওয়াদিয়া মসজিদে এ হামলায় একাধিক ব্যক্তি অংশ নেয় বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় পুলিশের মুখপাত্র আব্দুলহাই ওয়ালিজাদা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন এবং অন্তত আর একজন অস্ত্রধারী মুসল্লিদের ওপর গ্রেনেড ছুঁড়ে মেরেছেন।

ওই হামলায় আহত মোহাম্মদ আদি নামে একজন বলেন, দুইজন হামলাকারী মসজিদে ঢোকে এবং লোকজনের দিকে গুলিবর্ষণ ও গ্রেনেড ছুঁড়তে শুরু করে। হেরাতের গভর্নর মোহাম্মদ আসিফ রাহিমি হামলায় অন্তত ৩০ জন নিহত ও ৬৪ জন আহত হওয়ার খবর জানান।

মাত্র দুই মাস আগেও হেরাতে জামা মসজিদ নামে দ্বাদশ শতকের একটি মসজিদে মুসল্লিদের ওপর হামলায় সাতজনের প্রাণহানি ঘটে। মঙ্গলবারের হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে তালেবানের পক্ষ থেকে হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!