• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে সেনাঘাঁটিতে তালেবান হামলা, নিহত ৪৪


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৫, ২০১৮, ০৫:০৫ পিএম
আফগানিস্তানে সেনাঘাঁটিতে তালেবান হামলা, নিহত ৪৪

ঢাকা: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশের একটি সেনাঘাঁটিতে তালেবানের হামলায় ৪৪ আফগান সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) সকালের ওই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে  ৯ জন পুলিশ সদস্য এবং ৩৫ জন সেনা সদস্য। দেশটির সেনাবাহিনীর ওপর এটি তালেবানদের সবশেষ হামলার ঘটনা।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালে বাগলান প্রদেশে আফগান সেনাঘাঁটিতে হামলা চালায় তালেবান জঙ্গিরা।

প্রাদেশিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ সাফদার মোহসেনী জানিয়েছেন, বাগলান-ই মারকাজি জেলায় একটি চেকপয়েন্টে হামলা চালানোর পর জঙ্গিরা আগুন ধরিয়ে দেয়। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ওই হামলার দায় স্বীকার করেছেন।

এর আগে সোমবার (১৩ আগস্ট) উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে একটি সেনাঘাঁটিতে হামলা চালায় তালেবান জঙ্গিরা। এতে ১৭ সেনা নিহত এবং আরো ১৯ সেনা সদস্য আহত হন।

যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের গাজনি শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কয়েকদিন ধরেই তীব্র লড়াই চলছে তালেবানের। দু'পক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

পাঁচদিনের ওই লড়াইয়ের পর তালেবান তাদের যোদ্ধাদের শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। শহরের হাসপাতালগুলোতে কয়েকশ হতাহতকে রাখা হয়েছে। বহু স্বজনরা নিহত এবং আহত লোকজনের মধ্যে তাদের প্রিয়জনকে পাগলের মতো খুঁজে বেরাচ্ছেন। সূত্র : আলজাজাজিরা, গালফ নিউজ।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!