• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ৪, ২০১৬, ০২:৫০ পিএম
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮

আফগানিস্তানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে জ্বালানিবাহী ট‌্যাঙ্কলরির সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। রোববার ভোরে জাবুল প্রদেশে কাবুল-কান্দাহার মহাসড়কে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

দুটি যানের সংঘর্ষে ব‌্যাপক একটি বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন তারা। এতে আরো ২৮ জন আহত হন, এদের মধ‌্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক।

জাবুলের ডেপুটি পুলিশ প্রধান গুলাম জিলানি ফারাহি জানিয়েছেন, মাত্র ছয়টি মৃতদেহ শনাক্ত করা গেছে, বাকি মৃতদেহগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল এবং হতাহতদের মধ‌্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনায় ট‌্যাঙ্কলরিটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে এর চালক ও সহকারী সঙ্গে সঙ্গেই মারা যান।

কাবুল-কান্দাহার মহাসড়কটি কোনো কোনো জায়গায় জঙ্গি অধ‌্যুষিত এলাকার ভিতর দিয়ে গিয়েছে। ওই সব জায়গায় বিদ্রোহী জঙ্গিদের এড়াতে অনেক চালকই দ্রুতবেগে গাড়ি চালিয়ে থাকেন। এছাড়া এই দেশটিতে বিশ্বের অন‌্যতম সবচেয়ে বিপদজনক বেশ কিছু সড়ক রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!