• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে হাসপাতালে বন্দুকধারীদের হামলা


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৮, ২০১৭, ০৪:৪৯ পিএম
আফগানিস্তানে হাসপাতালে বন্দুকধারীদের হামলা

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। চিকিৎসকের ছদ্মবেশে আসা বন্ধুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কয়েক ঘন্টা ধরে গোলাগুলি চলে বলে জানা গেছে।

বুধবার (৮ মার্চ) ৪০০ শয্যার সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের পেছন দিকে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা শুরু হয়। অপর তিন হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র ও হাতবোমা নিয়ে হাসপাতাল ভবনে প্রবেশ করে বলে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।  

চিকিৎসকের পোশাক পরা ওই বন্দুকধারীরা হাসপাতাল ভবনের ওপর তলায় অবস্থান নিয়ে ঘটানস্থলে উপস্থিত হওয়া স্পেশাল ফোর্সের সঙ্গে বন্দুক লড়াইয়ে লিপ্ত হয় বলে জানান তিনি।

হাসপাতালের চারদিকের ব্যস্ত সড়কগুলো বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। স্পেশাল ফোর্সের সৈন্যরা হেলিকপ্টার থেকে হাসপাতালের মূল ভবনের ছাদে নেমেছেন। দুপক্ষের লড়াই চলার মধ্যেই হাসপাতালের ভিতরে থেকে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি বলেছেন, “সেখানে আমাদের বাহিনীগুলো আছে এবং ব্যাপক লড়াই চলছে।”

এই হামলার দায় অস্বীকার করে এর সঙ্গে তারা ‘জড়িত’ নয় বলে দাবি করেছে তালেবানের এক মুখপাত্র।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!