• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফগানিস্তানের আইএস প্রধান নিহত: পেন্টাগন


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৫, ২০১৭, ১১:২৩ এএম
আফগানিস্তানের আইএস প্রধান নিহত: পেন্টাগন

ঢাকা: জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখার প্রধান আবু সাইদ এক হামলায় নিহত হয়েছেন। গত সপ্তাহে দেশটির কুনার প্রদেশে আইএসের হেড কোয়ার্টারে মার্কিন সেনাদের এক হামলায় তিনি নিহত হন বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন।

পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট ওই বিবৃতিতে জানান, বৃহস্পাতিবার ওই হেড কোয়ার্টারে অভিযানের সময় সেখানে থাকা আইএসের অন্য সদস্যরাও মারা গেছেন। 

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেন, এইসব গোষ্ঠীর একজন নেতাকে হত্যা করা হলে তারা দুর্বল হয়ে পড়ে, তাদের দুর্বল করতে পারা আমাদের জন্য একটি বিজয়।

সাইদকে নিয়ে ২০১৬ সাল থেকে আফগানিস্তানে এ পর্যন্ত আইএসের তিনজন প্রধান নেতা নিহত হলেন। 

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগান আইএসের প্রথম প্রধান হাফিজ সাঈদ খান নিহত হন। এরপর চলতি বছরের ২৭ এপ্রিল ‍যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর যৌথ অভিযানে তার উত্তরসূরী আব্দুল হাসিব নিহত হন। হাসিবের পরবর্তী নেতা হয়েছিলেন সদ্য নিহত সাইদ। 

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও বিশেষ বাহিনীর সেনাদের সহযোগিতায় গত কয়েক বছর ধরে আফগানিস্তানের সৈন্যরা দেশটির পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে। সূত্র: রয়েটার্স।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!