• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফ্রিকায় জেলেপল্লিতে যৌনতার বিনিময়ে মাছ (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক মে ১৩, ২০১৭, ১১:১০ এএম
আফ্রিকায় জেলেপল্লিতে যৌনতার বিনিময়ে মাছ (ভিডিও)

ফাইল ছবি

ঢাকা: দারিদ্রতা মানুষকে অনেক নিচু কাজ করতেও বাধ্য করে। কাজটি করলে নিশ্চিত মৃত্যু জেনেও বাধ্য হয় মানুষ। তেমনি এক দৃষ্টান্ত হলেন কেনিয়ার ভিক্টোরিয়া হৃদের নারীরা। দেশটির পশ্চিমাঞ্চলের সিয়াইয়া কাউন্টিসহ সাব-সাহারান আফ্রিকার দরিদ্র নারীরা অনেকে জেলেদের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হওয়ার বিনিময়ে মাছ পান। এরপর সেগুলো বিক্রি করে তারা সংসার চালান।

স্থানীয়ভাবে মাছের বিনিময়ে যৌনকর্ম এটিকে বলা হয় জাবোয়া। জাবোয়াকে ওই সমাজে নিচু কাজ হিসেবেই দেখা হয়। তবে এটা নিয়ে কেউ কটুক্তি করেনা। এই জাবোয়ার ফলে সিয়াইয়ায় এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতি চারজনে একজন।

পাঁচ সন্তানের জননী ৩২ বছরের রাচেল আটিনোও এমনই একজন নারী। বছর দশেক আগে স্বামী মারা যাওয়ার পর সংসার চালাতে তাকে ‘জাবোয়া’র পথ বেছে নিতে হয়েছিল।  সিয়াইয়া রাজ্যের জেলেরা সারারাত ধরে ভিক্টোরিয়া হৃদে মাছ ধরার পর সকালে বিক্রি করেন। তবে নারী ক্রেতাদের মধ্যে অর্থের বিনিময়ে মাছ কিনছেন, এমনটা কমই দেখা যায়। বরং বেশিরভাগ নারীকে যৌনকর্মের বিনিময় করতে দেখা যায়। কারণ অর্থ দিয়ে মাছ কেনার মতো সামর্থ্য তাদের থাকে না। আটিনো বলেন, ‘অনেকক্ষেত্রে দেখা যায়, যে নারীরা যৌনকর্ম করতে প্রস্তুত তাদেরকে ভালো মানের মাছ দেন জেলেরা।’

আটিনো থাকেন আবিম্বো গ্রামে। সেখানকার অনেক নারীই জাবোয়ার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। আটিনো বলেন, ‘জাবোয়া সবসময়ই থাকবে। আগের চেয়ে বরং এর ব্যবহার বেড়েছে। কারণ দারিদ্র্যের কারণে মেয়েদের আর অন্য কোনো উপায় নেই।’

অবশ্য আটিনোকে এখন আর জাবোয়ায় অংশ নিতে হচ্ছে না। কারণ একটি এনজিও ঐ এলাকার নারীদের সহায়তায় এগিয়ে এসেছে। তারা নারীদের প্রশিক্ষণ দিয়ে ঋণ দেন। ঐ অর্থ বিনিয়োগের মাধ্যমে লাভবান হলে নারীরা তা ফেরত দিয়ে আরও বড় অংকের ঋণ পান।

‘চ্যালেঞ্জ আফ্রিকা’ নামের ঐ এনজিওর কাছ থেকে ৫০ ডলার ঋণ পেয়েছেন আটিনো। সেই অর্থ দিয়ে মাছ কিনে এখন সেগুলো শুকাচ্ছেন। তারপর সেগুলো বিক্রি করবেন। এছাড়া গ্রামের নিকটবর্তী সোনার খনিতে শ্রমিকদের জন্য রান্নার কাজও করেন আটিনো।

চ্যালেঞ্জ আফ্রিকার কান্ট্রি ডিরেক্টর এডউইন ওগিলো বলেন, তারা অসহায় নারীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেন। সেখানে যারা ভালো করেন তাদের ঋণ দেয়া হয়। সূত্র: রয়েটার্স

ভিডিও:

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!