• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফ্রিদির দলে খেলতে বাহরাইন যাচ্ছেন আশরাফুল


ক্রীড়া প্রতিবেদক মে ১৬, ২০১৭, ০২:০৬ এএম
আফ্রিদির দলে খেলতে বাহরাইন যাচ্ছেন আশরাফুল

ঢাকা : বাহরাইনে প্রদর্শনী টি-টুয়েন্টি ম্যাচে খেলার অনুমতি পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। বিসিবি সূত্রে জানা গেছে, অনাপত্তিপত্র তৈরি রয়েছে। তিনি শহীদ আফ্রিদির দলের হয়ে খেলবেন।

বাহরাইন ন্যাশনাল স্টেডিয়ামে ১৯ মে রাতে ম্যাচটি হবে। তাই ১৮ মে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ম্যাচ খেলেই বাহরাইন রওনা হবেন আশরাফুল।

একই ম্যাচে বাংলাদেশ থেকে মোহাম্মদ শরিফও খেলার আমন্ত্রণ পেয়েছেন। তবে তার যাওয়ার বিষয়টা অনিশ্চিত। ২০ মে প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের ম্যাচ থাকায় লিজেন্ডস অব রূপগঞ্জের এই পেসার না যেতে পারেন। অবশ্য ক্লাব অনুমতি দিলে তার যাওয়ার আগ্রহ রয়েছে প্রচণ্ড।

এ প্রদর্শনী ম্যাচ খেলার জন্য আরও ডাক পেয়েছেন ভারতীয় পেসার শান্তাকুমারা শ্রীশান্ত, অলরাউন্ডার ইরফান পাঠান; ক্যারিবিয়ান অলরাউন্ডার মারলন স্যামুয়েলস; শ্রীলঙ্কার সাবেক ওপেনার তিলকারত্নে দিলশান; পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও সদ্য অবসরে যাওয়া টেস্ট দলপতি মিসবাহ-উল হক, পেসার সোহেল তানভীর, সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক, রানা নাভিদ ও ব্যাটসম্যান ইমরান নাজির।

Wordbridge School
Link copied!