• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবার কাঠগড়ায় হাফিজ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২০, ২০১৭, ০৩:০৮ পিএম
আবার কাঠগড়ায় হাফিজ

ঢাকা: আবার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন আতশি কাঁচের নিচে পড়েছে। এ নিয়ে তৃতীয়বার তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ উঠল। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলার সময় হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে দু’বার তাঁর বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল। দু’বারই শাস্তির খড়গ নেমে এসেছিল হাফিজের ওপর। এবার কি হবে বলা মুশকিল। তবে আইসিসি এরই মধ্যে তাদের বক্তব্য তুলে ধরেছে। তাদের তরফ থেকে জানানো হয়েছে, ‘হাফিজের বোলিং অ্যাকশন আবার খুঁটিয়ে দেখা হবে। নিয়ম লঙ্ঘন করছে কি না, সেটাই দেখা হবে। আগামী ১৪ দিনের মধ্যে ওকে পরীক্ষা দিতে হবে। যতক্ষণ পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে না, ততক্ষণ হাফিজ বোলিং করতে পারবে।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে প্রথমবার নিষিদ্ধ হন হাফিজ। ২০১৫-এর এপ্রিলে ফিরে আসেন মাঠে। কিন্তু আবার সন্দেহের আওতায় পড়েন সে বছরের জুনে। ১২ মাসের জন্য দ্বিতীয়বার নিষিদ্ধ হন হাফিজ।

২০১৬ সালের নভেম্বরে ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারে দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মাঠে ফেরেন। কিন্তু আবার হাফিজের বিরুদ্ধে একই অভিযোগ উঠল। তাই স্বভাবতই প্রশ্ন উঠেছে, বোলিং শোধরাতে আর কত পরীক্ষা দিতে হবে হাফিজকে?

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!