• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবার দক্ষিণ আফ্রিকার পথে শফিউল


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৯, ২০১৭, ০৮:০৬ পিএম
আবার দক্ষিণ আফ্রিকার পথে শফিউল

ঢাকা: দুই টেস্টের সিরিজের পরপরই ১২ অক্টোবর শুভাশিষ রায়-তাইজুল ইসলামদের সঙ্গে দেশে ফিরেছিলেন শফিউল ইসলাম। কিন্তু কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের চোট শফিউলকে ওয়ানডে দলে দ্বিতীয় দফায় সুযোগ পাইয়ে দিয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিমান ধরেছেন ডানহাতী এই পেসার। 

পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টে নেমেছিলেন শফিউল। সেই টেস্টে ২ উইকেট পেয়েছিলেন। ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন। পরে ওয়ানডে দলেও জায়গা হয়নি শফিউলের। তাই তাঁকে দেশে ফিরে আসতে হয়েছে। মোস্তাফিজ চোটে পড়ায় আবার সুযোগ পেলেন শফিউল। 

২২ অক্টোবর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেটি খেলবে। সেই ম্যাচটি খেলতে পারবেন কি না শফিউল নিশ্চিত নন, ‘আজ (বৃহস্পতিবার) সাড়ে ৭টায় রওনা দিয়ে কাল পৌঁছে যাব। কিন্তু ম্যাচটা খেলা হবে কি না, সেটা আমার পক্ষে বলা কঠিন।’ নিজের লক্ষ্যর কথা জানাতে গিয়ে শুধু শফিউল এটুকু বললেন, ‘দোয়া করবেন যেন ভালো খেলতে পারি।’ চোটে পড়া মোস্তাফিজ দেশে ফিরবেন ২৩ অক্টোবর। 

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!