• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবার সাড়ে তিন শ’র পথে দক্ষিণ আফ্রিকা


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২২, ২০১৭, ০৫:২১ পিএম
আবার সাড়ে তিন শ’র পথে দক্ষিণ আফ্রিকা

ঢাকা: দক্ষিণ আফ্রিকা যেভাবে ব্যাট করছে তাতে আবার সাড়ে তিন শ রান পার হওয়া খুব কঠিন ব্যাপার নয়। সেঞ্চুরির কাছে গিয়ে রিটায়ার্ড হার্ট হয়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। তিনি ৯১ রান করে ফিরে গেছেন। মাত্র ৬৭ বলে ১০ চার আর এক ছক্কায় ডু প্লেসি এই রান করেছেন। সঙ্গী এইডেন মার্করাম ৬৬ রান করে ইমরুল কায়েসের থ্রোতে রান আউট হয়েছেন। এ প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটের বিনিময়ে ৪১ ওভারে ২৮৯ রান তুলেছে। এবি ডি ভিলিয়ার্স ৫ রান নিয়ে ব্যাট করছেন। 

আগের ম্যাচে ১০৪ বলে ১৭৬ রানের ইনিংস খেলা এবি যদি এ ম্যাচেও কিছু করার চেষ্টা করেন তাহলে স্কোরটা সাড়ে তিন শ পার হয়ে যাবে।  এর আগে উদ্বোধনী জুটিতে ১১৯ রান তুলেছেন বাভুমা ও ডি কক। ক্যারিয়ারে ১৫ তম ফিফটি করে ডি কক আউট হয়েছেন ৭৩ রানে। ২ রানের জন্য ফিফটি বঞ্চিত হয়েছেন বাভুমা (৪৮)।

সিরিজ আগেই হেরে বসা বাংলাদেশের জন্য তৃতীয় ম্যাচে শুরুটা মোটেও ভালো হয়নি। মাশরাফিদের নির্বিষ বোলিংয়ের সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন প্রোটিয়া দু’ওপেনার। প্রথম ১৫ ওভারের মধ্যে কোনো সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। 

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!