• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আবার হার, কী হলো নাদালের?


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৯, ২০১৭, ১২:০৮ পিএম
আবার হার, কী হলো নাদালের?

ঢাকা: আবার হারলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। এটিপি সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে নাদালকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ার নিক কিরগিওস। ম্যাচটি তিনি ৬–২, ৭–৫ সেটে জিতে নিয়েছেন। কিছু দিন আগে রজার্স মাষ্টার্সেও ফাইনালে উঠার আগেই বিদায় নিতে হয়েছিল নাদালকে।

সম্প্রতি বিশ্বের এক নম্বর আসনটি ফিরে পেয়েছেন ১৫টি গ্র্যান্ড স্লামের মালিক নাদাল। কিন্তু সিনসিনাটি ওপেনে বিশ্বের ২৩ নম্বর খেলোয়াড়ের কাছে হেরে ছিটকে গেলেন ৩১ বছরের তারকা। ২২ বছরের নিক মাত্র ২৫ মিনিটেই প্রথম সেট ছিনিয়ে নিয়েছেন। সেমিফাইনালে তাঁর সামনে ডেভিড ফেরার।

খেলা শেষে বার্সেলোনা হামলায় নিহতদের স্মৃতিতে আলোকচিত্রীদের একটি ক্যামেরায় বার্সেলোনা লিখে একটি হৃদয়ের ছবি আঁকেন নিক। এদিকে,  মেয়েদের খেলায় সহজেই জিতেছেন ক্যারোলিনা প্লিসকোভা। সেমিফাইনালে তাঁর সামনে পড়েছে উইম্বলডন চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা। এই ম্যাচ জিতলেই এক নম্বর আসন পেয়ে যাবেন ২৫ বছরের চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!