• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আবারও খালেদার চলন্ত গাড়িবহরে হামলা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৮, ২০১৭, ০৮:১৪ পিএম
আবারও খালেদার চলন্ত গাড়িবহরে হামলা

চট্টগ্রাম: ফেনীর মহিপালে হামলার পর মিরসরাইয়ে খালেদার চলন্ত গাড়িবহরে ফের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ হামলা চালানো হয়।

এর আগে মহিপালে হামলার ঘটনার পর ফেনী সার্কিট হাউসে ঘণ্টাখানেক বিশ্রাম নেন বিএনপি চেয়ারপারসন। সেখান থেকে ফের কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা হলে মিরসরাইয়ে তার চলন্ত গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় বেসরকারি টেলিভিশন এনটিভির গাড়ি ভাঙচুর করা হয়।

এর আগে বিকেলে রোহিঙ্গাদের দেখতে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়েছে।

হামলায় একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি শফিক আহমেদ ও বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোর্শেদসহ অন্তত ২০/৩০ জন আহত হয়েছেন। এ সময় একাত্তর, ডিবিসি, চ্যানেল আই ও বৈশাখী টেলিভিশনের গাড়িসহ অন্তত ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। 

তাৎক্ষণিক এ ঘটনায় নিন্দা জানিয়েছেন খালেদা জিয়া। বিকেল পৌনে ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িসহ বহরের ৩০টির মতো গাড়ি মহিপাল বাজার অতিক্রমের পরপরই দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে সড়কে উঠে আসে। হামলার সময় অন্যান্য গণমাধ্যমের গাড়িগুলো চলে আসায় তারা সটকে পড়ে।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!