• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবারও মেসির খেলা নিয়ে সংশয়


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৭, ২০১৬, ১০:০৬ এএম
আবারও মেসির খেলা নিয়ে সংশয়

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে স্পেনের লা লিগায় আলাভেসের বিপক্ষে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির খেলা নিয়ে সংশয় আছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে চোট নিয়েই খেলেছিলেন মেসি। পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়ের একমাত্র গোলে জয়ে নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা।

তবে বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েন মেসি। চোট কতটা গুরুতর তা জানতে গত সোমবার বেশ কয়েকটি পরীক্ষা করানো হয় তার। এর পর বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে মেসির চোটের কথা জানায়। নিজেদের মাঠ কাম্প নউতে আলাভেসের বিপক্ষে আগামী শনিবার খেলতে নামবে বার্সেলোনা।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৪ ম্যাচ খেলে তিনটি গোল করেন ২৯ বছর বয়সী মেসি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!