• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারো রুহানিতেই বিশ্বাস ইরানিদের


আন্তর্জাতিক ডেস্ক মে ২০, ২০১৭, ০১:১৭ পিএম
আবারো রুহানিতেই বিশ্বাস ইরানিদের

ঢাকা: দ্বিতীয় বারের মতো ইরানের ক্ষমতা পেতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি। নির্বাচনের ভোট গণনায় তিনি সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।

ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের সংবাদে বলা হয়, শুক্রবারের (১৯ মে) প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করতে শুরু করেছে।

সর্বশেষ ঘোষিত ফলাফলে রুহানি এক কোটি ৪৬ লাখ ১৯ হাজার ৮৪৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম রায়িসি পেয়েছেন এক কোটি এক লাখ ২৫ হাজার ৮৫৫ ভোট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, রুহানি পেয়েছেন ৫৬ দশমিক ৩ শতাংশ ভোট এবং রায়িসি পেয়েছেন ৩৮ দশমিক ৯৯ শতাংশ ভোট।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!