• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবাহনী-সাইফের ম্যাচে মাঠে গড়াচ্ছে বিপিএল


ক্রীড়া প্রতিবেদক জুলাই ২৭, ২০১৭, ০৮:৪৯ পিএম
আবাহনী-সাইফের ম্যাচে মাঠে গড়াচ্ছে বিপিএল

ঢাকা: নানাবিধ জটিলতা পেরিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ‘সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (বিপিএল)। আগামী ২৮ জুলাই বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর মধ্যেকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে দশম আসরের। উদ্বোধনী খেলাটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি।

গত মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। এবারও তাদেরই ফেভারিট ভাবা হচ্ছে। স্বাভাবিক ভাবেই ‘প্রিমিয়ার লিগ’ শিরোপা ধরে রাখতে চায় ক্লাবটি। সে লক্ষ্যে প্রস্তুতির কাজটাও তারা নিয়ে ফেলেছে ভালমতোই। স্বাধীন বাংলাদেশের আধুনিক ফুটবলের ধারক-বাহক ঐহিত্যবাহী এই দলটি এ পর্যন্ত মোট লীগ শিরোপা জিতেছে ১২ বার। শিরোপাসংখ্যায় ছুঁয়ে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে (অবশ্য পাকিস্তান আমলে মোহামেডান আরও ৭ বার লীগ শিরোপা জেতায় তাদের সার্বিক লীগ শিরোপাসংখ্যা ১৯)।

আবাহনীকে দুটি শিরোপা এনে দেয়া ৬২ বছর বয়সী ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচের ওপরই আস্থা রেখেছে ক্লাবটির ম্যানেজমেন্টের। তরুণ আর অভিজ্ঞদের নিয়ে দারুণ দল হওয়ায় এবারও শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী কোচ।

অবশ্য মৌসুমের প্রথম শিরোপা জিতেছিল আবাহনী। ফেডারেশন কাপের ঐ দলে রয়েছেন বাদশা, রুবেল মিয়া, সোহেল কিংবা শাহেদের মতো ফুটবলার। তবে মূল একাদশে দেখা মিলতে পারে রায়হান, ইয়াসিন, ফয়সাল, মামুন মিয়াদের। আর দুই বিদেশী কোটায় থাকছেন ঢাকার মাঠের পরীক্ষিত মুখ ল্যান্ডিং ডার্বোয়ে ও এমেকা ডার্লিংটন। গোলপোস্টের নিচে থাকছেন শহীদুল আলম সোহেল। তাকে রক্ষা করার দায়িত্ব পরীক্ষিত ডিফেন্ডার রায়হান-নাসির-সামাদ ইউসুফের। মিডফিল্ডারে ওয়ালী-প্রাণতোষ সঙ্গে এ্যাটাক লাইনআপ জীবন-এমেকাদের। মামিচ পুরো মৌসুমে ধরে রাখতে চান ধারাবাহিকতা।

অপরদিকে প্রথমবারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। তাই নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চায় চট্টগ্রামের এই ক্লাবটি। অভিজ্ঞতায় একেবারেই নতুন হলেও ক্লাব কাঠামো আর আর্থিক সচ্ছ্বলতাই মূলত চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে আসা নবাগত এই ক্লাবটিকে জোগাচ্ছে আত্মবিশ্বাস। যদিও একাধিক তারকা নিয়েও  এবারের ফেডারেশন কাপে প্রত্যাশিত রেজাল্ট করতে পারেনি তারা। দলের কোচ স্বল্প সময়ের প্রস্তুতিকে দায়ী করেছিলেন সে সময়। এবার বেশ কয়েকবার পিছিয়েছে প্রিমিয়ার লিগ। তাই সবগুলো ক্লাবই পর্যাপ্ত সময় পেয়েছে নিজেদের প্রস্তুত করার। এখন দেখা যাক লম্বা রেসে কে টিকে থাকতে পারে শুরুর  কাতারে।

ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের দশম আসরে খেলছে ১২টি শীর্ষ ন্থানীয় ক্লাব। এবারের লিগে মোট ১৩২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের এমএ আজীজ স্টেডিয়াম।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!