• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবেগ ছুঁয়ে যাচ্ছে সাকিব-তামিমকেও


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৯, ২০১৭, ০৬:৫৬ পিএম
আবেগ ছুঁয়ে যাচ্ছে সাকিব-তামিমকেও

ঢাকা: শততম টেস্ট জয়ের আবেগ সাকিব আল হাসান-তামিম ইকবালকেও ছুঁয়ে যাচ্ছে। ক্রিকেট ইতিহাসে মাত্র তিনটি দেশ পেরেছে তাদের শততম টেস্টে জয় তুলে নিতে। পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দেশ হিসেবে তালিকায় যুক্ত হল বাংলাদেশের নাম। গোটা দেশে এখন কলম্বো টেস্ট জয়ের উৎসব করছে। এটা ছুঁয়ে যাচ্ছে দুই বন্ধু সাকিব-তামিমকেও।

ঐতিহাসিক জয়ের পর ধারাভাষ্যকার ডিন জোন্স ডেকে নেন সাকিবকে। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার বললেন,‘ এটা অন্যরকম এক অনুভূতি। শততম টেস্টে এরচেয়ে ভালো আর কি হতে পারে।’

আবেগে তখন কাঁপছিলেন সাকিব। এবার তামিমের কণ্ঠেও ঝরে পড়ল অভিন্ন কথা। বললেন,‘ সবমিলে আমি বলব, এটা অসাধারণ এক জয়।’ সাকিবকে আবার জিজ্ঞেস করলেন জোন্স। এবার তার কাছে প্রশ্ন রাখা হয় ভবিষ্যতে বাংলাদেশকে কোথায় দেখতে  চান তিনি। জবাবে সাকিব বলেন,‘ আমরা যেভাবে উন্নতি করছি তাতে ভবিষ্যতে অনেক ম্যাচ জিতব। দেশের মাটিতে আমাদের দারুন সময় যাচ্ছে। এখন দেশের বাইরেও ভালো খেলতে হবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!