• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমতলীতে ১৯৯ দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা


আমতলী (বরগুনা) প্রতিনিধি  আগস্ট ৩১, ২০১৬, ০৫:৫১ পিএম
আমতলীতে ১৯৯ দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা

বরগুনার আমতলীতে বুধবার (৩১ আগস্ট) রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ১৯৯টি হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দূর্যোগে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৭৭টি হতদরিদ্র পরিবারের পুরুষ প্রধান ও ২২টি হতদরিদ্র পরিবারের নারী প্রধানদের প্রত্যেকের হাতে বার হাজার টাকার চেক তুলে দিয়েছেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শমভু।

উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ইউপি চেয়ারম্যান বাদল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আমতলীর উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার, আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান।, 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল ইসলাম খান বাদল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান , মো. মজিবুর রহমান ,জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ আলতাফ হোসেন , সাংগঠনিক সম্পাদক  ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান নসা,উপজেলা আওয়ামীলীগের  সিনিয়র  সহ-সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা ,আমতলী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গাজী সামসুল হক ,হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মৃধা , আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান এ, কে এম নুরুল হক,  চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আহুরুজ্জামান খান আলমাস, প্রমূখ । 

রেড ক্রিসেন্ট সোসাইটির ভিটুআর প্রকল্পের আওয়াতায় এ আর্থিক সহায়তা দেয়া হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি সূত্র জানায়, বরগুনা জেলায় ইতোমধ্যে তের হাজার পরিবারে এ সহায়তা প্রদান করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!