• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমন্ত্রণে নেদারল্যান্ড যাচ্ছেন প্রধান বিচারপতি


আদালত প্রতিবেদক জুন ১১, ২০১৭, ০৬:১৩ পিএম
আমন্ত্রণে নেদারল্যান্ড যাচ্ছেন প্রধান বিচারপতি

ঢাকা: নেদারল্যান্ড সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট মার্টিন ফিটেরিজের আমন্ত্রণে সে দেশ সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আগামী ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত নেদারল্যান্ড সফর করবেন তিনি। এ সময় প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মো.আবদুল ওয়াহহাব মিঞা।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন সচিব আবু সালেহ শেখ মো.জহিরুল হক রোববার (১১ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন। নেদারল্যান্ড সফরে প্রধান বিচারপতি ১৯ জুন ডিজিটাল আদালত পদ্ধতির ওপর আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে। 

প্রধান বিচারপতির ডেলিগেশনের সদস্য হিসেবে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুরাদ-এ-মাওলা সোহেল এবং আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা জজ) বেগম ফারজানা খান সফরে যাওয়ার কথা রয়েছে।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!