• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমরা কেউ বীর-পালোয়ান ছিলাম না বললেন সাকিব


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৩, ২০১৮, ০২:০৯ পিএম
আমরা কেউ বীর-পালোয়ান ছিলাম না বললেন সাকিব

ঢাকা : বাংলাদেশ দল গত দুই বছর ধরে যে সাফল্য পাচ্ছে সেটি পাঁচ সিনিয়র খেলোয়াড়ের হাত ধরে। এঁরা ব্যর্থ হলে দলও ব্যর্থ হয়। তরুণরা কেন ভালো করতে পারছেন না এই প্রশ্নটা শুনতে হয়েছে সাকিব আল হাসানকেও।

এশিয়া কাপে গত দুই ম্যাচে সিনিয়রদের সঙ্গে তরুণেরা যদি সমান জ্বলে উঠতেন, ম্যাচের ফল অন্য রকম হতে পারত-প্রসঙ্গটা উঠেছে সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনে। অবধারিতভাবেই এল ইমরুল-সৌম্যর অন্তর্ভুক্তির ব্যাপারে। রান পাচ্ছেন না লিটন দাস, প্রথমবারের ওয়ানডেতে সুযোগ পেয়ে হতাশ করেছেন নাজমুল হোসেনও। দলে সৌম্য-ইমরুলের অন্তর্ভুক্তির ব্যাপারটি কিভাবে দেখছেন? সাকিব বললেন, ‘একটু অস্বাভাবিক। এমন সাধারণত হয় না। তবে দলের প্রয়োজনে বা যেকোনো পরিস্থিতি নেওয়া যেতে পারে।’

২০১৫ সালে সিনিয়রদের সঙ্গে তাল মিলিয়েই খেলছিল তরুণেরা। এর পর কী যে হলো তারা পেরেই উঠতে পারছে না। তারপরও দলের অন্য সিনিয়র খেলোয়াড়দের মতো সাকিবও তরুণদের আগলেই রাখলেন, ‘ আমরা ওদের ওপর অল্প সময়ে এত চাপ দিয়ে ফেলি যে ভালো করার সম্ভাবনা কমে যায়। যাদের কথা বলছেন অর্থাৎ আমরা চার-পাঁচজন (মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমদুউল্লাহ), আমরা কিন্তু কেউ বীর-পালোয়ান ছিলাম না! গত দুই-তিন-চার বছরের পারফরম্যান্স দেখছেন। এর আগে ছয়-সাত-আট বছর আমরাই-বা কত ভালো ক্রিকেট খেলেছি? একটা পরিস্থিতিতে পড়তে পড়তে যখন শিখবে, তখন তারা ভালো করবে। আমরা হয়তো তাদের ওই সুযোগটা দিতে পারছি না। এতে ওদের ভালো করা কঠিন।’

তরুণেরা যে ভালো করলে দলকে এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় না সেটি মানছেন সাকিব, ‘হয়তো ওরা আরেকটু বেশি করলে ভালো হতো। তারা যখন ভালো করেছে, দল তখন বেশি ভালো করেছে। ভারত-দক্ষিণ আফ্রিকা বা পাকিস্তানের বিপক্ষে যখন সিরিজ (ওয়ানডে) জিতেছি (২০১৫ সালে), তখন তরুণ খেলোয়াড়দের অবদান অনেক বেশি ছিল। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আরও ভালো হতো। সেটা হয়নি। এখান থেকে উতরে যাওয়ার জায়গা আমাদের খুঁজে বের করতে হবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!